টঙ্গীতে বিশেষ অভিযানে আটক ১০

টঙ্গীতে বিশেষ অভিযানে আটক ১০

প্রথম নিউজ, অনলাইন:  টঙ্গী শিল্প এলাকায় কুখ্যাত মাদক কারবার কেন্দ্র মাজার বস্তি, ব্যাংকের মাঠ ও কেরানীর টেক বস্তিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানে ১০ জন আটক হয়েছে।

আজ সোমবার (২১ এপ্রিল) টঙ্গী পুলিশ এই তথ্য জানায়। গতকাল রবিবার (২০ এপ্রিল) রাতভর এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাজার বস্তি এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে ৪ জন ও রাস্তা থেকে ৩ জনকে আটক করা হয়।
একই অভিযানে টঙ্গী পূর্ব থানার ব্যাংকের মাঠ ও কেরানীর টেক বস্তি থেকে ৩ জনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- মনির হোসেন (৩২), মাসুম আহমেদ (৩০), সিয়াম (২০), রাজু সরকার (২১), জুনা মিয়া ( ২৩), শহিদুল ইসলাম (৪৭), এরশাদ প্রামানিক (৩৫),  রাব্বি (২৫), ফাহিম (২২) ও তাজবির হোসেন (২১)।

টঙ্গী পূর্ব থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান ও টঙ্গী পূর্ব থানায় ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম কালের কন্ঠকে সংবাদটি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।