চার দাবিতে ভিসি ভবনে জবি ছাত্রীদের অবস্থান, আদায় হলো ১টি

চার দাবিতে ভিসি ভবনে জবি ছাত্রীদের অবস্থান, আদায় হলো ১টি

প্রথম নিউজ, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের একমাত্র ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহল’ এর ফি কমানোসহ চার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভিসি ভবনের দোতলায় উপাচার্যের কক্ষের সামনে অবস্থান নিয়েছে হলের ছাত্রীরা। এরমধ্যে তাদের প্রথম দাবিটি মেনে নেওয়া হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) বেলা ১২টার দিকে ভিসি ভবনের দোতলায় তাদেরকে অবস্থানরত অবস্থায় দেখা যায়।

অবস্থানরত শিক্ষার্থীদের দাবিগুলো ছিলো- হল ফি কমাতে হবে, হলের ক্যান্টিনে ভর্তুকি দিতে হবে, ওয়াইফাই সমস্যার সমাধান করতে হবে, মেডিকেল সেন্টারের সুবিধা দিতে হবে। এসময় ভিতর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বের হয়ে আসেন। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের সাথে তাদের দাবি দাওয়া সমাধানের জন্য কথা বলেন। এসময় শিক্ষার্থীদের সাথে প্রক্টরের পাল্টাপাল্টি বক্তব্য চলতে দেখা যায়।
এ বিষয়ে অবস্থানরত ইতিহাস বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী লিজা আক্তার বলেন, জবির একমাত্র ছাত্রী হলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে আমরা আজ ভিসি ভবনে অবস্থান করেছি। হলের সিট ৬০০ জনের জন্য থাকলেও আমাদের সেখানে ১২০০ জন উঠানো হয়েছে, কিন্তু হল ফি না কমিয়েই প্রতি সিটের দুইজনই ৩৪০০ টাকা করে দিচ্ছি আমরা, যেটা দুইজন উঠানোর কারণে হাফ হওয়ার কথা ছিল। অনেক যুক্তি-তর্ক এবং আন্দোলনের পরে আমরা আমাদের প্রথম দাবি আদায় করে নিতে সক্ষম হয়েছি। হল ফি ৩৪০০ থেকে ২০০০ করা হয়েছে।
এ বিষয়ে আরও কথা বলতে চাইলে অবস্থানরত ইতিহাস বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী রোকসানা আক্তার তৃষ্ণা বলেন, প্রথমত এটা আমাদের হল ফি কমানোর জন্য আন্দোলন। হল ফি ৩৪০০ টাকা যেটা হল হিসেবে অনেক বেশি। আমরা এক সীটে দুইজন থাকি। এক রুমে আটজন অনেক গাদাগাদি অবস্থা। যখন বেডের দুইজনেরই পরীক্ষা চলে তখন টেবিলে ঠিকমত পড়তে বসা যায় না। এরপর ওয়াইফাই নিয়ে এত আন্দোলনের পরে এখনো ওয়াইফাই ঠিক করা হয় নাই। আমাদের কোন মেডিকেল ফেসিলিটিস নাই। হলের ডাইনিং নাই। হলে গ্যাস থাকে না।
উল্লেখ্য, শিক্ষার্থীদের সাথে অনেকক্ষণ পাল্টাপাল্টি বক্তব্যের পরে হল ফি ৩৪০০ টাকা থেকে ২০০০ টাকা করার ঘোষণা দেওয়া হয়েছে। পরবর্তীতে শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সাথে ভিসি ভবন ত্যাগ করেন।