টাঙ্গাইলে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৬ জন
প্রথম নিউজ, টাঙ্গাইল : টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জনে।
শনিবার (৫ আগস্ট) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১১ জন, নাগরপুর উপজেলায় চারজন, ঘাটাইল উপজেলায় দুজন, মধুপুর উপজেলা চারজন, গোপালপুর উপজেলায় তিনজন ও ধনবাড়ী উপজেলায় রয়েছেন দুজন।
তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি মাস থেকে আজ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ৪৯৫ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৬ জন। মৃত্যুবরণ করেছেন একজন।