জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
প্রথম নিউজ, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে হাস্তাবসন্তপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে মনি আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মনি আক্তার আক্কেলপুর উপজেলার গণিপুর মণ্ডলপাড়া গ্রামের মোজাহার আলীর মেয়ে।
দুর্ঘটনার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন।
স্থানীয়রা জানান, ওই নারী বাকপ্রতিবন্ধী ছিলেন। সকালের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। তিনি রেললাইনের পাশ দিয়ে হেটে আক্কেলপুর বাজারের যাচ্ছিলেন। হাস্তাবসন্তপুর রেললাইনের একটি সেতু পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।