জামালপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

জামালপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

প্রথম নিউজ, জামালপুর: জামালপুরের ইসলামপুরে বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় আবুল শেখ (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৩ অক্টোবর সন্ধ্যায় উপজেলার ছোট দেলিপাড় পূর্ববামনা গ্রামের বাক ও শ্রাবণ প্রতিবন্ধী নারী একই এলাকার মৃত খালেকের ছেলে আবুল শেখের (৬০) দোকানে পান কিনতে যান। সেখানে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় ১৮ অক্টোবর ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। পরে বুধবার রাতে অভিযান চালিয়ে আবুল শেখকে বাড়ি থেকে গ্রেফতার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে আবুল শেখকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।