জামালপুরে ট্রাক উল্টে চালক নিহত

জামালপুরে ট্রাক উল্টে চালক নিহত

প্রথম নিউজ, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে কয়লা ভর্তি একটি ট্রাক উল্টে চালক সাইদুর রহমান (৪০) নিহত হয়েছেন। সোমবার (৬ মে) সকাল ৬টার দিকে উপজেলার ঘুগুমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়লা ভর্তি ট্রাকটি উপজেলার ঘুগুমারির ভাই ভাই নামে একটি ইট ভাটায় যাওয়ার পথে কাঁচা রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। এতে সঙ্গে থাকা ট্রাকের সহকারী আহত হন।

মাদারগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, কয়লা ভর্তি ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।