জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আজ মঙ্গলবার সকাল ১০টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোণা পৌর শাখা এই কর্মসূচির আয়োজন করে।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রথম নিউজ, ঢাকা: জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোলায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোণা পৌর শাখা এই কর্মসূচির আয়োজন করে।
নেত্রকোণা পৌর বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রদল নেতা এ টি এম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির আহবায়ক ডা. মো. আনোয়ারুল হক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহ্ফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বি এনপির সাবেক সহ-সভাপতি আঃ মান্নান তালুকদার,জাহেদুর রহমান,সামছুল আলম মারুফ,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের সুজা সাবেক যুগ্ম সম্পাদক ইমরান চৌঃ সাবেক ছাত্রদল সভাপতি জাহঙ্গীর আলম মাসুদ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, সদস্য রেহানা তালুকদার , ইসলাম উদ্দীন খান চন্চল, জয়নাল আবেদীন নেত্রকোনা পৌর বিএনপির সাবেক সাঃ সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও আনিছুজ্জামান আনিছ জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, সিঃ সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সম্পাদক শ্যামল ভৌমিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যার্থ, ভোট চোর, স্বৈরাচারী, কর্তৃত্ববাদী, শেখ হাসিনা সরকারের অবিলম্বে পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে সকলের অংশ গ্রহনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom