জ্বালানি তেলের ধর্মঘট প্রত্যাহার
সংগঠনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল রাতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রথম নিউজ, অনলাইন: দিনভর দুর্ভোগের পর রোববার রাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিপিসির সঙ্গে এ বিষয়ে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত আমরা ধর্মঘট স্থগিত রাখব। এ সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামব।
এছাড়া বাংলাদেশ ট্যাংক-লরি মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব শেখ ফরহাদ হোসেনও ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে বৈঠকের পর রাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ ৩ দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করে মালিকদের একাংশ। এতে দিনভর বিভিন্ন স্থানে জ্বালানি পেতে দুর্ভোগে পড়েন গাড়ি চালক ও মালিকরা।