জনগণের মুক্তির জন্য জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই: আব্দুর রহমান মূসা

দক্ষিণখানে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

জনগণের মুক্তির জন্য জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই: আব্দুর রহমান মূসা

প্রথম নিউজ, ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা বলেছেন, মৌসুমী বায়ূ প্রভাবে সারাদেশের মত ঢাকা নগরীতেও শীতের তীব্রতা বেড়েছে। এ সময়ে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নিন্মবিত্তের মানুষ কষ্ট পাচ্ছে।
আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সীমিত সামর্থ নিয়ে শীতার্ত মানুষের দূর্দশা লাঘবে এগিয়ে এসেছি। তিনি নগরীর শীতার্ত মানুষের কল্যাণে সরকার, বিভিন্ন সামাজিক সংগঠন  ও রাজনৈতিক দলসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আজ সকালে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের দক্ষিণখান থানা আয়োজিত সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 থানা আমীর এ এস শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামালউদ্দিন। আরো উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব জোনের টিম সদস্য আবু মুসয়াব, থানা সেক্রেটারি মোঃ মামুন, থানা কর্মপরিষদ সদস্য ডাঃ এম এ আলম প্রমুখ।
আব্দুর রহমান মূসা বলেন, দেশে আওয়ামী অপশাসন-দুঃশাসন চলছে। সরকার নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার  জন্য দেশে আইনের শাসন ও মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন করছে। কেড়ে নেওয়া হয়েছে জনগণের ভোট ও ভাতের অধিকার। কিন্তু জামায়াতে ইসলামী একটি গণমুখী রাজনৈতিক দল হিসাবে জনগণের হারানো  অধিকার  ফিরে দেওয়ার জন্য নিরলস সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তিনি নগরবাসীকে চলমান  আন্দোলনে শরিক হবার আহবান জানান। 
তিনি আরও বলেন,জামায়াতে ইসলামী সবসময় সামর্থের আলোকে অসহায় ও দরিদ্র মানুষের সাহায্য-সহযোগিতায় কাজ করে। গণমানুষের জন্য জামায়াতে এই  কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ। তিনি আর্ত-মানবতার কল্যাণে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।