জাতিসংঘে রাশিয়ার গোপন ভোটের অনুরোধ প্রত্যাখ্যান

জাতিসংঘে রাশিয়ার গোপন ভোটের অনুরোধ প্রত্যাখ্যান
জাতিসংঘে রাশিয়ার গোপন ভোটের অনুরোধ প্রত্যাখ্যান-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদে সোমবার অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে একীভূত করার ঘটনাকে অবৈধ ঘোষণা করে এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়।

এ প্রস্তাবে ১৯৩ সদস্যের এ সংস্থায় নিন্দা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি গোপন করার অনুরোধ জানায় রাশিয়া।

জাতিসংঘ রাশিয়ার এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে। রুশবিরোধী এ প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১০৭টি এবং বিপক্ষে পড়েছে ১৩টি। রাশিয়া ও চীনসহ ৩৯ দেশ ভোটদানে বিরত ছিল। খবর আনাদোলুর।

জাতিসংঘে এ নিন্দা প্রস্তাব তোলার ঘণ্টাখানেক পরই কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়া।

দফায় দফায় চালানো এ বিমান হামলায় কমপক্ষে ১৪ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের দূত সেরগেই কিসলিৎসিয়া রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom