ছেলেকে মারতে চালানো গুলিতে নিহত বৃদ্ধ বাবা
নিহত আবুল ফয়েজ (৬৫) ওই ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা।
প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে ছেলেকে উদ্দেশ্য করে ‘রোহিঙ্গা সন্ত্রাসী’দের চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, শনিবার মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত আবুল ফয়েজ (৬৫) ওই ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা।
ওসি ওসমান বলেন, আবুল ফয়েজের ছেলে ইসমাইলের সঙ্গে স্থানীয় রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরোধ ছিল। যার জের ধরে সন্ত্রাসীরা ইসমাইলকে নানাভাবে হুমকি প্রদান করে আসছিল।
“শনিবার মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে চিকিৎসা শেষে বাবাকে নিয়ে বাড়ি ফিরছিলেন ইসমাইল।পথে তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি তার বাবার শরীরে বিদ্ধ হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। “
তিনি আরও বলেন, পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী বিষয়ে বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে।”
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইরফান ইউছুপ বলেন, “রাতে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তা ওসমান।