ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঁচ পরিচ্ছন্নতাকর্মী জখম

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের নিউটাউন এলাকায় রুজেন মিয়ার ফার্মের সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঁচ পরিচ্ছন্নতাকর্মী জখম

প্রথম নিউজ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পরিচ্ছন্নতাকর্মী জখম হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের নিউটাউন এলাকায় রুজেন মিয়ার ফার্মের সামনে এ ঘটনা ঘটে। আহত পরিচ্ছন্নতাকর্মীরা হলেন- সোহেল মিয়া, সিরাজুল ইসলাম, রাশেদ মিয়া, ওয়ালিদ মিয়া ও ইয়ামিন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা গুরুতর আহত সোহেল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ভৈরব পৌর এলাকার পরিচ্ছন্নতাকর্মীদের সুপারভাইজার রাজু দাস জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে কাজে বের হন তারা। নিউ টাউনের রুজেন মিয়ার ফার্মের সামনে গেলে সংঘবদ্ধ ছিনতাইকারীচক্র ছুরি, চাকু দেখিয়ে পাঁচ পরিচ্ছন্নতাকর্মীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাদের মারধর ও ছুরি দিয়ে আঘাত করে।

ভুক্তভোগীদের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। ভৈরব থানার ওসি মো. মাকছুদুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর ছিনতাইকারীদের ধরতে পুলিশ চেষ্টা করছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।