ছুটি শেষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
প্রথম নিউজ, লালমনিরহাট : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে লালমনিরহাটে টানা ৫ দিন বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর স্থলবন্দরের কার্যক্রম আবারও শুরু হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় বুড়িমারী জিরো পয়েন্টে চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
রোববার (২ জুলাই) দুপুরে বন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের যৌথ সিদ্ধান্তে স্থলবন্দরে ৫ দিনের আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঈদের ছুটি শেষ করে আবারও স্থলবন্দরের কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পরবর্তী সপ্তাহের শনিবার (১ জুলাই) পর্যন্ত বুড়িমারী স্থলবন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সে হিসাবে রোববার থেকে পুনরায় বন্দরের যাবতীয় কার্যক্রম শুরু করা হয়েছে। সকাল থেকে দুই দেশের পণ্যবাহী গাড়ি আসা যাওয়া করছে।
বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মুরহাসান কবির বলেন, ঈদ উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা চালু ছিল। কোনো রকম যাত্রী ভোগান্তি এড়াতে সব প্রস্ততি নেওয়া হয়।