ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লো বৃদ্ধা

আজ বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনার শাপলা পার্ক সংলগ্ন ছোট পুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লো বৃদ্ধা

প্রথম নিউজ, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নূরজাহান খাতুন ওরফে নুরী (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনার শাপলা পার্ক সংলগ্ন ছোট পুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নূরজাহান খাতুন ওরফে নুরী উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের মৃত আবুল কালাম মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে নুরজাহান ছাগল চড়াতে যান। ঘটনার সময় ছাগলগুলো রেললাইনের ওপর দিয়ে পার হচ্ছিল। এসময় হঠাৎ খুলনা থেকে ছেড়ে আসা রুপসা আন্তঃনগর ট্রেনটি চলে আসছে দেখে বৃদ্ধা নুর জাহান ছাগলগুলো বাঁচানোর জন্য রেল লাইনের ওপর উঠে। সঙ্গে সঙ্গে চলন্ত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। তখন ৮টি ছোট বড় ছাগল ট্রেনে কাটা পড়ে মারা যায়।

দর্শনা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে নূরজাহান নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।