চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
প্রথম নিউজ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ মে) সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের করিমগঞ্জ-নিকলী সংযোগ সেতুর নিচে শরিফ (২৩) নামের ওই যুবকের মরদেহ পাওয়া যায়।
নিহত শরিফ করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লী গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সেতুর নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরিবারের লোকজনও ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত শরিফের বড় ভাই কালাচান জানান, তার ছোট ভাই শরিফ রোববার (২১ মে) দুপুরে কিশোরগঞ্জ সদরের লতিফপুর থেকে অটোরিকশাটি কিনেছিলেন। বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সোমবার সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে মরদেহটি পান। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে মাথায় আঘাতের পরিমাণটা বেশি।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী বলেন, নিহতের মাথা থেঁতলানো ছিল। যাত্রীবেশি দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।