চমেকে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ৭ ছাত্র বহিস্কার

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে চমেকের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

চমেকে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ৭ ছাত্র বহিস্কার
চমেকে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ৭ ছাত্র বহিস্কার

প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ছাত্র নির্যাতনের ঘটনায় সাতজনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে চমেকের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাধারণ ছাত্রদের হলরুমে অবৈধ অনুপ্রবেশ, নির্যাতন, ছাত্রাবাসে সংঘাত সৃষ্টি এবং আগের মুচলেকার শর্ত ভঙ্গের দায়সহ তাদের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় চমেকের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে তিনি জানান। বহিষ্কৃতরা হলেন ৫৯তম এমবিবিএসের শিক্ষার্থী অভিজিৎ দাশ, একই ব্যাচের মো: রিয়াজুল ইসলাম চৌধুরী, ৬২তম এমবিবিএসের শিক্ষার্থী সাজু দাশ, একই ব্যাচের সৌরভ দেবনাথ, মাহিন আহমেদ, জাকির হোসেন সায়েল, মো: ইব্রাহিম খলিল সাকিব। বহিস্কৃতদের মধ্যে একজনকে তিন বছরের জন্য, তিনজনকে দুই বছরের জন্য এবং বাকি তিনজনকে দেড় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে

বহিষ্কারাদেশ ছাড়াও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রধান ফটকে সিসি ক্যামেরা স্থাপন ও হোস্টেলগুলোতে একজন হোস্টেল সুপারের পরিবর্তে একাধিক হোস্টেল সুপার নিয়োগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয় সভায়। জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্র শিবিরের কর্মী আখ্যা দিয়ে চমেকের ছাত্রাবাস থেকে তুলে নিয়ে চার শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। পরে হল থেকে উদ্ধার করে তাদের দু‘জনকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ঘটনা তদন্তে কমিটি গঠন করে চমেক কর্তৃপক্ষ।

নির্যাতনের শিকার শিক্ষার্থীদের পরিবার থেকে জানানো হয়, এ শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নন। তারা পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: