চীনের আরেক বেলুন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফর বাতিল

এর জেরে নির্ধারিত বেইজিং সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

চীনের আরেক বেলুন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফর বাতিল
চীনের আরেক বেলুন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফর বাতিল

প্রথম নিউজ, ডেস্ক: যুক্তরাষ্ট্রের আকাশে উড়ে বেড়াচ্ছে চীনের রহস্যময় বেলুন। গোটা দেশের মনোযোগ এখন এই বেলুনের দিকে। চীন শেষ পর্যন্ত স্বীকারও করেছে যে, এই বেলুন তাদের। চীনের এই পদক্ষেপ সামনে আসার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর জেরে নির্ধারিত বেইজিং সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এক বেলুন নিয়েই যখন এত কাহিনী ঠিক তখন ধরা পড়েছে চীনের আরও একটি বেলুন। এবারের বেলুন দেখা গেছে লাতিন আমেরিকার উপরে। শুক্রবার রাতেই পেন্টাগনের তরফে বিবৃতি পেশ করে দ্বিতীয় রহস্যজনক বেলুনের দেখা মেলার কথা জানানো হয়। 

এর আগে মন্টানার ম্যালস্টর্ম এয়ার ফোর্স বেসের কাছে উড়তে দেখা গিয়েছিল একইরকমের রহস্যজনক বেলুনকে। শুক্রবার চীন জানায়, এটি মূলত একটি এয়ারশিপ, যা ভুলবশত যুক্তরাষ্ট্রে চলে গিয়েছে। কিন্তু তাহলে দ্বিতীয় বেলুনটি কার? এবারও সন্দেহের চোখ চীনের দিকেই। তবে দ্বিতীয় বেলুন নিয়ে এখনও চীন কোনো মন্তব্য করেনি। বেলুন-কাণ্ডে বাতিল হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের বেইজিং সফরও। দুইদিন আগেই যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যজনক বেলুন নিয়ে তোলপাড় শুরু হয়। পেন্টাগনের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, যুক্তরাষ্ট্রের একাধিক জায়গায় আকাশে এই রহস্যজনক বেলুন দেখা গিয়েছে। 

সর্বশেষ এই বেলুনের দেখা মেলে মন্টানায়, ম্যালস্টর্ম এয়ার ফোর্স বেসের কাছে। এই এয়ারবেসেই পরমাণু অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা ও উৎক্ষেপণ করা হয়। গুরুত্বপূর্ণ এই ঘাঁটির কাছে রহস্যজনক বেলুনের দেখা মিলতেই চীনের বিরুদ্ধে গোপনে নজরদারি চালানোর অভিযোগ তোলা হয়। সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কায় বেলুনটিকে গুলি করে নামানো হচ্ছে না বলেও জানায় পেন্টাগন। এই ঘটনার পরই শুক্রবার রাতে ফের পেন্টাগনের তরফে আরেকটি বিবৃতি পেশ করা হয়। সেখানে বলা হয়, লাতিন আমেরিকাতেও রহস্যজনক একটি বেলুন উড়ে বেড়ানোর রিপোর্ট এসেছে। আমরা জানতে পেরেছি, এটি আরেকটি চীনা নজরদারি বেলুন। তবে লাতিন আমেরিকার বেলুনটি ঠিক কোন দেশের উপরে রয়েছে তা জানাননি পেন্টাগনের মুখপাত্র প্যাট রায়ান। তবে এর গতিপথ যুক্তরাষ্ট্রের দিকে নয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: