চানখারপুলে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ঠাণ্ডু মিয়া ও মো. মতিন খাঁ।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর চানখারপুল এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ঠাণ্ডু মিয়া ও মো. মতিন খাঁ।
আজ শনিবার (২৬ আগস্ট) বিকেলে ডিবি উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, শুক্রবার (২৫ আগস্ট) খবর পাওয়া যায় চানখারপুল এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন কারবারিরা। পরে সেখানে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা কুমিল্লা জেলা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের নামে শাহবাগ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।