চট্টগ্রামে নারী দিয়ে কৌশলে অপহরণের মূল হোতা গ্রেফতার
বুধবার রাতভর নগরীর পাঁচলাইশ, বায়েজিদ ও চাঁন্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে সজিব, সাকিব ও সুমনকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।
প্রথম নিউজ, অনলাইন: চট্টগ্রামে নারী দিয়ে কৌশলে অপহরণের পর মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতভর নগরীর পাঁচলাইশ, বায়েজিদ ও চাঁন্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে সজিব, সাকিব ও সুমনকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ২৬ ডিসেম্বর মো. মহসিন নামে এক ব্যক্তিকে অপহরণ করে গ্রেফতারকৃতরা ১ লাখ টাকা দাবি করে। পরে বিকাশ ও নগদের মাধ্যমে তার কাছ থেকে ৪০ হাজার টাকা আদায় করে। একই প্রক্রিয়ায় খোকা মারমা নামে আরেক ব্যক্তিকে মুরাদপুর থেকে অপহরণ করে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা আদায় করে। এরপর পাঁচলাইশ থানা পুলিশ তাদের গ্রেফতার অভিযান শুরু করে।
মোবাইল ফোন ট্র্যাক ও প্রযুক্তির সহায়তায় বুধবার রাতভর নগরীর পাঁচলাইশ, বায়েজিদ ও চাঁন্দগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করা হয়। পরে অপহরণের শিকার মো. মহসিন ও খোকা মারমা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন- এই চক্রটির মহিলা সদস্যরা টার্গেট করা ব্যক্তিকে চোখের ইশারায় অথবা মোবাইল ফোনে কথা বলে অসামাজিক মেলামেশার প্রস্তাব দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে নির্জন স্থানে নিয়ে যায়। এরপর ভিকটিমকে চক্রের সদস্যরা মিলে মারধর ও চাঁদা দাবি করে। পরে বিকাশ অথবা নগদের মাধ্যমে চাঁদার টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, কৌশলে নারী দিয়ে ফাঁদ পেতে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর তাদের আদালতে চালান দেওয়া হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews