ঘরে গাছ রাখলেই মরে যাচ্ছে? জেনে নিন গাছের যত্নে কী করণীয়

প্রথম নিউজ, ডেস্ক : অনেকেই ঘর সাজাতে গাছ ব্যবহার করেন। কিন্তু সঠিক যত্নের অভাবে গাছগুলো অল্প সময়ে মরে যায়। কি কারণে এমন হয় তা অনেকেই বুঝে উঠতে পারেন না। ঘরে গাছ রাখার জন্য কিছু বিশেষ নিয়ম মেনে চললে, আপনার ইনডোর প্ল্যান্টগুলো অনেক দিন তরতাজা থাকতে পারে।
নিয়মিত পানি দিন, তবে অতিরিক্ত নয়
ঘরের গাছের জন্য প্রতিদিন অল্প অল্প করে পানি দিন। কিন্তু এক্ষেত্রে টবে যেন পানি না জমে সেদিকে খেয়াল রাখুন। অতিরিক্ত পানি গাছের জন্য ক্ষতিকর হতে পারে।
আলো বাতাসপূর্ণ স্থানে গাছ রাখুন
গাছ কখনো খুব কম আলোতে রাখবেন না, আবার বেশি আলোতেও নয়। গাছ এমন জায়গায় রাখুন যেখানে হালকা সূর্যের আলো সব সময় পায়।
এসি থেকে দূরে রাখুন গাছ
গাছ কখনোই সরাসরি এসির নিচে রাখা উচিত নয়। এসির তাপমাত্রা গাছের জন্য ক্ষতিকর হতে পারে।
তাই এসি থেকে কিছুটা দূরে রাখুন গাছ।গাছের পাতাগুলো নিয়মিত পরিষ্কার করুন। পানিতে কাপড় ভিজিয়ে গাছের পাতা মুছে ফেললে গাছ তরতাজা থাকে।
পোকামাকড় থেকে রক্ষা করুন
পোকামাকড় থেকে গাছের টব রক্ষার জন্য কাঁচা দুধে কিছু হলুদ মিশিয়ে গাছের গোড়ায় দিন। এতে পোকামাকড়ের সমস্যা দূর হবে।