ঘানায় অত্যন্ত সংক্রামক মারবার্গ ভাইরাসের হানা
প্রথম নিউজ, ডেস্ক: ঘানায় হানা দিয়েছে ইবোলার মতো একটি অত্যন্ত সংক্রামক রোগ। ঘানার দক্ষিণ আসান্তি এলাকায় মারবার্গ সংক্রমিত দুই ব্যক্তি ইতিমধ্যেই মারা গিয়েছেন। তাঁদের নমুনা পরীক্ষা করে সেনেগালের একটি ভাইরাস পরীক্ষাগার প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে মারা যাওয়ার আগে দক্ষিণ আসান্তি অঞ্চলের দুই রোগীর উভয়েরই ডায়রিয়া, জ্বর, বমি বমি ভাব এর মতো উপসর্গ ছিল। এর আগে ঘানায় এই ভাইরাসের সংক্রমণ চিহ্নিত হয়েছিল। মামলাগুলি নিশ্চিত হলে, এটি পশ্চিম আফ্রিকার মারবার্গে দ্বিতীয় প্রাদুর্ভাব হবে। ডব্লিউএইচও বলেছে, সম্ভাব্য প্রাদুর্ভাব ঠেকাতে দ্রুত সেট আপ তৈরী করা হচ্ছে কারণ এই ভাইরাস নিয়ে আরও তদন্ত চলছে। ১৯৬৭ সালে দক্ষিণ এবং পূর্ব আফ্রিকায় মারবার্গ ভাইরাস অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। সাম্প্রতিক অতীতে আফ্রিকায় বিভীষিকা ছড়ানো ইবোলা ভাইরাসের সংক্রমণের সঙ্গে মিল রয়েছে মারবার্গের।
স্বাস্থ্য বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ‘অতি সংক্রামক’ এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হারে ২৪ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত হতে পারে। মারবার্গে আক্রান্ত ব্যক্তি দক্ষিণপূর্বের গুয়েকেদৌ প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন। ওই এলাকাটি সিয়েরা লিওন এবং লাইবেরিয়ার কাছাকাছি অবস্থিত। সেক্ষেত্রে সীমান্ত এলাকায় এই ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মারবার্গ ভাইরাস রক্তক্ষরণজনিত জ্বর বয়ে আনে। এটি মারাত্মক সংক্রামক। ভাইরাসটি মানুষ ও প্রাণীর দেহে ছড়িয়ে পড়তে পারে। এর উৎপত্তি ফল খাওয়া বাদুড় থেকে। এটি মানুষের শরীরেও ছড়াতে পারে। বিশেষ করে যৌন সংসর্গ ও চর্মরোগ থেকে মানুষের মাঝে এটি ছড়িয়ে পড়তে পারে। ভাইরাসটিতে আক্রান্ত হলে প্রদাহের স্থান থেকে রক্তক্ষরণ হয় এবং জ্বর আসে। ইবোলা ভাইরাসের সবকটি লক্ষণ মারবার্গ ভাইরাসেও আছে। করোনা ভাইরাসের প্রকোপে নাজেহাল বিশ্ববাসী। এরই মধ্যে আবার নতুন এক রোগের প্রাদুর্ভাব ঘটল বিশ্বে। যা রাতের ঘুম কেড়েছে বিশেষজ্ঞদের। সূত্র : রয়টার্স
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews