ঘন কুয়াশায় ঢাকার দুই ফ্লাইট নামলো কলকাতায়

 ঘন কুয়াশায় ঢাকার দুই ফ্লাইট নামলো কলকাতায়

প্রথম নিউজ, ঢাকা : ঘন কুয়াশার কারণে শনিবার (১৩ জানুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এ দুটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।

রোববার (১৪ জানুয়ারি) ডাইভার্ট করা ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, গতকাল রাত ৮টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার জন্য দুটি যাত্রীবাহী বিমান ফ্লাইট ডাইভার্ট হয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। পরে আজ সকাল ৯টা ৩০ মিনিটের পর ডাইভার্ট ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।