গ্যাসলাইন বিস্ফোরণে মৃত্যু জবি শিক্ষার্থীর পরিবারকে ১২ কোটি টাকা দিতে রুল

গ্যাসলাইন বিস্ফোরণে মৃত্যু জবি শিক্ষার্থীর পরিবারকে ১২ কোটি টাকা দিতে রুল

প্রথম নিউজ, ঢাকা : পুরান ঢাকার ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১২ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একইসঙ্গে পুরান ঢাকার ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণ তদন্ত করতে ঢাকা জেলা প্রশাসন ও ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

আইনজীবী মনিরুজ্জামান লিংকন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সপ্তাহে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন নিহত মেহেদী হাসানের বাবা আব্দুল লতিফ।

গত ৬ মে পুরান ঢাকার ধূপখোলাবাজারে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মেহেদী হাসান উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত ১ মে সকালে রাজধানী পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে রাস্তার ওয়াসার পানির লাইন মেরামতের সময় পাশাপাশি থাকা গ্যাসলাইনে বিস্ফোরণ ঘটে। এতে মেহেদী হাসান দগ্ধ হয়। বিস্ফোরণের সময় তিনি ধূপখোলায় বাজার করতে গিয়েছিলেন।