'গুম নিয়ে কথা বলায় কারাগারে আদিলুর', ভারতীয় মানবাধিকার কর্মী হেনরি
থাইল্যান্ডে জাতিসংঘের মানবাধিকার সম্মেলন
!['গুম নিয়ে কথা বলায় কারাগারে আদিলুর', ভারতীয় মানবাধিকার কর্মী হেনরি](https://prothom.news/uploads/images/2023/10/image_750x_652a699f9aca5.jpg)
প্রথম নিউজ ডেস্ক: গুম নিয়ে কথা বলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান কারাগারে রয়েছেন বলে দাবি করেছেন ভারতীয় মানবাধিকার কর্মী হেনরি টিফাগেন। হেনরি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই-ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা পিপলস ওয়াচ এর প্রতিষ্ঠাতাদের একজন। রাষ্ট্র কর্তৃক মানবাধিকার লঙ্ঘন নিরীক্ষণের জন্য ভারতের প্রথম মানবাধিকার সংস্থা পিপলস ওয়াচ এর নির্বাহী পরিচালক তিনি নিজের জেল খাটার অভিজ্ঞতা স্মরণ করতে গিয়ে বাংলাদেশের মানবাধিকার কর্মী আদিলুর রহমান খানের প্রসঙ্গ টেনে আনেন।
জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ৭৫ বছর পূর্তি উপলক্ষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে গত ১১ অক্টোবর অনুষ্ঠিত 'এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ডায়ালগ ফর হিউম্যান রাইটস' শীর্ষক সম্মেলনে হেনরি এমন মন্তব্য করেছেন।
জাতিসংঘের মানিবাধিকার অফিস আয়োজিত উক্ত সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক স্বাগত বক্তব্যে বলেন, বিশ্বের সবখানে সব মানুষের জন্যই মানবাধিকার। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও দেশটির প্রখ্যাত মানবাধিকার আইনজীবী আংখানা নিলাপাইজিত থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট মানবাধিকার কর্মীরাও বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন।
সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতিসংঘের মানিবাধিকার অফিসের এশিয়া-প্যাসিফিক শাখার প্রধান ররি মুনগোবেন, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি সিনথিয়া ভেলিকো সহ জাতিসংঘের উচ্চ পদস্থ কর্মকর্তারা।