বুধবার গায়েবানা জানাজার ঘোষণা বিএনপির
মঙ্গলবার রাতে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রথম নিউজ, ঢাকা : গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক শেষে বুধবার গায়েবানা জানাজার ঘোষণা বিএনপির রাজধানীতে কোটাবিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীরা মুখোমুখি। সরকারি চাকরিতে কোটা বাতিলের একদফা দাবিতে আন্দোলনে নিহতদের স্মরণে বুধবার গায়েবানা জানাজার ঘোষণা দিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমে বাদ জোহর এ জানাজা আদায় করবে বিএনপিসহ তাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলো।
মঙ্গলবার রাতে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল জানান, ‘কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের স্মরণে বুধবার বায়তুল মোকাররমের উত্তর গেটে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সারা দেশে এই কর্মসূচি পালন করবে যুগপৎ আন্দোলনে থাকা নেতাকর্মীরা।’
স্কুল-কলেজ বন্ধ ঘোষণা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘কোটা সংস্কারের আন্দোলনকে ব্যাহত ও দমন করার জন্য এটা সরকারের একটা পরিকল্পনা। আন্দোলন দমনের জন্য তারা সব সময় এই ধরনের কর্মসূচি নিয়ে থাকে।এটার উদ্দেশ্য যাতে ছাত্ররা আন্দোলন করতে না পারে। আমরা বিশ্বাস করি, এই আন্দোলনকে সহজে বন্ধ করা যাবে না।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ছাত্রদের আন্দোলন। যখন সরকার রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সাধারণ ছাত্রদের হত্যা করে, আমাদের ছেলেদেরকে হত্যা করে, তখন রাজনৈতিক দল হিসেবে আমরা নিশ্চুপ থাকতে পারি না। এজন্যই আমরা বিবৃতি দিয়েছি, গায়েবানা জানাজা দিয়েছি। প্রয়োজনে দেশবাসীকে নিয়ে আমরা সারা দেশে আন্দোলনে যাব আমাদেরকে সন্তানদেরকে রক্ষা করার জন্য।’ লিয়াজোঁ কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
গণতন্ত্র মঞ্চের পক্ষে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবল, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ূম প্রমুখ। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ ও ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন।