গণঅভ্যূত্থানের পদধ্বনি শুনতে পাচ্ছে বাংলাদেশ: রিজভী
আজ রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন বাংলাদেশের বিপজ্জনক অচলাবস্থার অবসান ঘটাতে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি আদায়ে বাঁধভাঙ্গা আন্দোলনে স্ফুলিঙ সারা দেশে ছড়িয়ে পড়েছে। অনিবার্য গণঅভ্যূত্থানের পদধ্বনি শুনতে পাচ্ছে বাংলাদেশ। স্বৈরাচারীনী নিপীড়কের পতনের কাউন্টডাউনের মধ্যে আরেকটি একতরফা পাতানো ভূয়া নির্বাচনের অপচেষ্টা চলছে। মেরুদন্ডহীন পাপেট নির্বাচন কমিশন আওয়ামী নির্বাচনী তফসিল বাস্তবায়ন করতে মুখ লুকিয়ে জোরেসোরে মাঠে নেমেছে। আর নিশিরাতের সরকারের অবৈধ মন্ত্রী-এমপি, নেতা-কর্মী, আওয়ামীলীগ সমর্থক পুলিশ- র্যাাব- গোয়েন্দারা গোটা দেশে ভোটাধিকারের দাবীতে আন্দোলনরতদের ওপর ঝাপিয়ে পড়েছে হায়েনার মতো। ছিন্নভিন্ন করে দিচ্ছে গ্রাম গঞ্জ হাট বাজার জনপদ লোকালয় শহর-বন্দরে থাকা গণতন্ত্রকামীদের। আওয়ামী নিপীড়নে বিএনপি’র নেতা-কর্মীরা যেন মৃত্যু থেকে কয়েক মিনিট দূরে অবস্থান করছেন। বাড়ী ঘর, ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে।
আজ রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হঠাৎ বিদেশ থেকে এসে গতকাল সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তার দাম্ভিকতাপূর্ন কন্ঠ শুনে দেশের মানুষ স্তম্ভিত-হতবাক হয়েছে। একই সাথে জনগণ অট্টহাসিও দিয়েছেন। তিনি বলেছেন, “আগামী ১০-১৫ বছরে বিএনপি বলে কোন দল বাংলাদেশে আর থাকবে না।” তার মানে এই সময়ে তারা বিএনপিকে ধ্বংস ও নিঃশেষ করে দিবেন! দেশে শুধুমাত্র একটাই রাজনৈতিক দল থাকবে। যেখানে ভিন্ন মতাদর্শের কেউ থাকতে পারবে না, কেউ স্বৈরাচারী সরকারের সমালোচনা করতে পারবে না। বাকশাল-২ স্থাপিত হবে। এই উপদেষ্টা সাহেবের মা নিশিরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার অনুগতরা দশকের পর দশক ধরে বিএনপিকে ধ্বংসের জন্য উঠে-পড়ে লেগে আছেন। ওয়ান ইলেভেনের বেআইনী সরকারও সর্বাত্মক চেষ্টা করেছিল। কিন্তু কোন লাভ হয়নি। বরং বিএনপি এখন বাংলাদেশের ঘরে ঘরে তৃণমূল শক্তি। যতবার আঘাত এসেছে ততবার আরো শক্তিশালী হয়েছে। বিএনপি প্রতিবারই চক্রান্তের চোরাবালি থেকে জেগে ওঠে চতুর্দিকে আবার বিস্তার লাভ করেছে। বিএনপির রাজনীতি তো হচ্ছে এই দেশে মৃত্তিকা থেকে উৎসারিত ও মানুষের বুকের ভেতরে প্রথিত। উপদেষ্টা সাহেবদের সরকার বিএনপি এবং জিয়া পরিবারকে ধ্বংসের জন্য বহুমুখী চক্রান্ত করে ব্যর্থ। দলের চেয়ারপার্সন বাংলাদেশের কোটি কোটি মানুষের আশা ভরসার স্থল বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশী রায়ে বন্দী রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে একটির পর একটি মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় সাজা দেয়া হয়েছে। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৫০ লক্ষ নেতা-কর্মীর নামে দেড় লক্ষাধিক মিথ্যা মামলা দিয়ে তাদের ঘরছাড়া করা হয়। যা বিশ্ব ইতিহাসে এক নজিরবিহীন রেকর্ড। গ্রেপ্তার, নির্যাতন, গুম, আয়নাঘরে বন্দী ও ক্রসফায়ার করেও বিএনপি নেতাকর্মীদের দমানো যায়নি। বিএনপিকে ভাঙার সরকারের কোনো অপচেষ্টাই সফল হয়নি। তাই শত শত কোটি টাকা খরচ করে বিভিন্ন সংস্থা ও মাধ্যম দিয়ে শেখ হাসিনার সরকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কুৎসিত অপপ্রচার করেও লাভ হয়নি। বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণা এবং মুক্তিকামী মানুষের আশা-ভরসার স্থল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। সুতরাং আগামী ১০-১৫ বছর কেন বিশ্বের মানচিত্রে লাল-সবুজের পতাকাটি যতদিন থাকবে ততদিনে বিএনপি থাকবে এই দেশে ইনশাআল্লাহ! আমি শুধু সজীব ওয়াজেদ জয় সাহেবকে বলবো-ইতিহাস পড়–ন। স্বৈরাচাররা যখন ক্ষমতার মসনদে বসে থাকে তখন অন্ধের মতো দাম্ভিকতা দেখায়। ফেরাউন পানিতে ডুবে যাওয়ার আগেরদিনও জানতোনা আগামীকাল তার শেষ দিন। এধরনের কথা আপনি পূর্বেওৈে নকবার বলেছেন। আপনার কথাগুলো এখন বাসি হয়ে গেছে। জনগনের দাবী মেনে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন আওয়ামীলীগের অবস্থান কি হয়।
তিনি বলেন, যশোরে প্রখ্যাত জননেতা মরহুম তরিকুল ইসলাম সাহেবের বাস ভবনে বর্বরোচিত ভয়াবহ বোমা হামলার মতো সারাদেশে নারকীয় তান্ডব চালাচ্ছে। দিশাহীন, উন্মাদ হয়ে পাইকারী গ্রেফতার, আর্ত চিৎকার-হুংকার, খুনের হুমকী দিয়ে ভীতিকর ভয়ানক পরিবেশ তৈরী করেছে। লগি-বৈঠা দিয়ে পিটিয়ে, গান পাউডার ছিটিয়ে আগুন দিয়ে বাসযাত্রী পুড়িয়ে মারার বিভৎস কাজ করেছে আগুন সন্ত্রাসের দল আওয়ামীলীগ। আর দেশের বাইরে বিএনপি’র বিরুদ্ধে নাশকতার অপবাদ দিয়ে প্রচার চালিয়েছে। পূনরায় সন্ত্রাসের অপবাদ দিয়ে ২০১৪-১৫’র ন্যায় আর বিদেশে মার্কেটিং করতে পারছেনা। কারণ সারা দুনিয়া টের পেয়েছে বিএনপি’র নামে সন্তাসের অপবাদ মূলত একতরফা নির্বাচনের কৌশল। এবারও অর্ন্তঘাতমূলক নাশকতার গতি বাড়িয়ে দিয়েছে। এই আওয়ামী দুর্বৃত্ত অক্ষ শক্তির পক্ষ নিয়েছে জনগনের কষ্টার্জিত টাকায় বেতনভোগী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী দলীয় পোষ্য দলদাস কর্মকর্তারা। তাদের বিরোধীদল দলন-দমন-নিঃশেষ করার ভয়ংকর জুলুম, নিপীড়ন, গ্রেফতার তান্ডব সমস্তসীমা লংঘন করেছে। কিন্তু তাদের জানা উচিত এই নিশুতি সরকারই শেষ সরকার নয়। কিছুদিন পরেই হবে জনগনের সরকার। তখন এই আজ্ঞাবাহী দলদাস পোশাকী সন্ত্রাসীদের পরিণতি কি হবে জনগন সিদ্ধান্ত নিবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার-হাজার নেতাকর্মীদের মুক্তিসহ চলমান আন্দোলনের একদফা দাবী আদায়ের লক্ষ্যে এবং নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনের জন্য ঘোষিত তফসিলের প্রতিবাদে শুরু হওয়া ৪৮ ঘন্টার শান্তিপূর্ণ হরতালের প্রথমদিন সারাদেশে স্বত:স্ফুর্তভাবে সফল করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি সারাদেশের নেতাকর্মী ও জনগণকে মোবারকবাদ জানাচ্ছি। একইসাথে শান্তিপূর্ণ আন্দোলন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আরো জোরদার ও তীব্রতর করার মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করুন।
সারাদেশে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনী কর্তৃক হামলা, মামলা ও
গ্রেফতারের বিবরণ ঃ
মৃত্যু ঃ
ক্স গতকাল রাত আনুমানিক ৯:৩০ মিনিটে শান্তাহার থেকে মটরসাইকেলযোগে আসার সময় নওগাঁ জেলাধীন পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কামাল আহমেদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। আমি এই হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
ক্স বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত (খুলনা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এর যশোর শহরস্থ ঘোপ পিলু খান সড়কে অবস্থিত বাড়িতে গতকাল রাতে আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে অনিন্দ্য ইসলাম অমিতের বাসায় ও তার চাচাতো ভাই তানভীরুল ইসলাম সোহানের বাসায় ককটেল নিক্ষেপ করে বিষ্ফোরণ ঘটায়। এতে বাড়ির সকলে অক্ষত অবস্থায় থাকলেও বাড়ির-ঘরের ব্যাপক ক্ষতি হয়। আমি এই ধরণের ন্যাক্কারজণক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ক্স চাঁদপুর জেলা ঃ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মুমিনুল হককে না পেয়ে তার ছেলে মোস্তফা কামাল সুমনকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেফতার ঃ
ক্স নরসিংদী জেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম আকন্দকে তার বাসা থেকে তুলে নিয়ে যায় র্যাব।
ক্স রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা যুবদলের সদস্য রুস্তম আলী, তাহেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল বাগাতি, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ ফিরোজ, ১৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ বাবু, ছাত্রদল নেতা সৈকত ইসলাম সিহাব, রাজশাহী মহানগর কৃষকদলের আহবায়ক শরিফুজ্জামান শামীম, নিউ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, রাজশাহী মহানগর যুবদলের সদস্য আহম্মেদ হোসেনসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স যশোর জেলাধীন সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দার খান, ঝিকরগাছা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, সদরের বাসুন্দিয়া ইউনিয়ন যুবদলের সদস্য হারুন বিশ্বাস, নিজামপুর ইউনিয়ন বিএনপি নেতা ডাবলু খাঁ, সদর ইউনিয়ন যুবদল নেতা তারিকুল ইসলাম ও চৌগাছা ইউনিয়ন বিএনপি নেতা শান্ত মেম্বারসহ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এছাড়াও সদর উপজেলার রামনগর ইউনিয়ন ছাত্রদলের কারাবন্দী সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পুকুরে রাতের আধাঁরে বিষ প্রয়োগ করেছে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা।
ক্স নাটোর জেলাধীন বড়াইগ্রাম উপজেলার জুয়ারী ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ন কবির রান্টু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন, যুবদল নেতা আজিজ ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স পাবনা জেলার সুজানগর উপজেলাধীন হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রাফিউদ্দিন রাজাসহ কয়েকজন নেতাকর্মীকে আজ গ্রেফতার করে পুলিশ।
ক্স হবিগঞ্জ জেলা বিএনপির হরতালের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন দিলু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওসার, বানিয়াচং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বাক মোঃ মহিবুর রহমান বাবলু, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোক্তার হোসেন সেবুল, চুনারুঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন মিয়া, চুনারুঘাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল হৃদয়, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন আবদাল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম ও বিএনপি নেতা ফারুক মিয়াসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও পুলিশী এই হামলায় ১৫/২০ নেতাকর্মী গুরুতর আহত হয়।
ক্স ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শান্তিপূর্ন হরতালের মিছিলে পুলিশ হামলা চালিয়ে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল ইসলাম মাহিনসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জের নাকাইহাট বাজারে বিএনপির শান্তিপূর্ন হরতালের মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে শহরের ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স ঢাকা মহানগর দক্ষিণের মতিঝিল থানাধীন ১০ নং ওয়ার্ড বিএনপির সদস্য গোপাল ঘোষ, ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক সজীব চন্দ্র দাসসহ কয়েকজন নেতাকর্মীকে আজ মিছিলের প্রস্তুকালে রাস্তা থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মতিন, হাজারীবাগ থানাধীন ২২ নং ওয়ার্ড বিএনপি নেতা জাকির হোসেন, যাত্রাবাড়ী থানাধীন ৬১ নং ওয়ার্ডের কুতুবখালী ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম বাবু, গেন্ডারিয়া থানাধীন ৪৬ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সজীবসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
ক্স ঢাকা মহানগর উত্তরের রূপনগর থানা যুবদলের আহ্বায়ক সোয়েব খানসহ মোট ৮ জন নেতাকর্মীকে শান্তিপূর্ণ মিছিল থেকে গ্রেফতার করে পুলিশ।
ক্স রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুস সালাম, কারমাইকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সেলিম চৌধুরীসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স দিনাজপুর জেলাধীন খানসামা উপজেলার অন্তর্গত আলোকঝাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান আলী, ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলুর রহমান, ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বুলু ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ ওয়ারেজ আলী, ভেরভেরী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ সামছুল হক ও আঙ্গারপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিনসহ মোট ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন সরকার ও শ্রীপুর উপজেলা বিএনপির সহ-তথ্য বিষয়ক সম্পাদক ইলিয়াস প্রধানসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স নোয়াখালী জেলাধীন ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ রাকিব, মোঃ জসিম উদ্দিন, সুবর্নচর উপজেলা বিএনপি নেতা মোঃ শারু, আব্দুল মান্নান, ও ১ নং চরজাব্বার ইউনিয়ন বিএনপি নেতা মোঃ জসিমসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন আটমুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি (অসুস্থ্য) সামসুজ্জোহা তালুকদার ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাবুল ইসলাম সুইট মেম্বারসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আতাহার উদ্দিন তালুকদার রিপনকে গ্রেফতার করে পুলিশ।
ক্স মানিকগঞ্জ জেলাধীন সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও বড়টিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোরশেদ কুলি মিনারসহ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।
ক্স জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঃ ঢাকা মহানগর দক্ষিণ সবুজবাগ থানার সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন, চট্টগ্রাম মহানগর ৮নং ওয়ার্ডের সাবেক আহবায়ক তাজ হোসেন তারেক, খুলনা মহানগর খানজাহান আলী থানা সভাপতি শেখ বিল্লাল হোসেন, ফরিদপুর মহানগরের সাবেক সদস্য কাওসার শেখ (শাওন), মানিকগঞ্জ জেলা সাটুরিয়া উপজেলা ধানকোড়া ইউনিয়ন সদস্য মো: মিজানুর রহমান, ময়মনসিংহ মহানগর শাখার নেতা মোঃ সাকিব, ৩২নং ওয়ার্ড নেতা মোঃ নোমান, হবিগঞ্জ জেলা চুনারুঘাট পৌর যুগ্ম আহবায়ক মোঃ সুমন মিয়াসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও চট্টগ্রাম মহানগর এবং এর আওতাধীন থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের তালিকা ঃ আসাদুজ্জামান দিদার সহ-সভাপতি চট্টগ্রাম মহানগর, ওয়াকিল হোসেন বগা যুগ্ম সম্পাদক চট্টগ্রাম মহানগর, নিজাম উদ্দিন বুলু সহ-সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর, জাকির হোসেন মিশু সহ-পরিবার ও কল্যাণ বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর, নজরুল ইসলাম বক্কন সদস্য চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দল, নাজিম উদ্দিন আহবায়ক ৪নং চান্দগাঁও ওয়ার্ড, সাঈদ ইসলাম বাপ্পি সিনিয়র যুগ্ম আহবায়ক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড, পারভেজ আলম যুগ্ম আহবায়ক ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড, মোঃ জাবেদ চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দল নেতা, নুর উদ্দিন বুলবুল চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দল নেতা, জসিম উদ্দিন সদস্য সচিব ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড, ওমর ফারুক সিনিয়র যুগ্ম আহবায়ক ২২নং এনায়েত বাজার ওয়ার্ড, মোহাম্মদ দেলোয়ার সদস্য ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, সোহেল রানা কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ আলমগীর কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ সোহাগ কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ আরিফ ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, তৌহিদুল ইসলাম কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল নেতা, কায়ছার হামিদ যুগ্ম আহবায়ক বন্দর থানা, জাকির হোসেন সদস্য বন্দর থানা, নুরুল আমিন রুবেল সদস্য বন্দর থানা, মোঃ জামাল কোম্পানী ৩৭নং উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ মামুন ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ আকাশ ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ হৃদয় ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ রাশেদ ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ রাসেল ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, মোহাম্মদ ইলিয়াছ যুগ্ম আহবায়ক পতেঙ্গা থানা, মোঃ মাসুদ ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, সাইফুদ্দিন জনি ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, রবিউল হক সুমন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ জাবেদ পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দল নেতা ১২নং সরাইপাড়া ওয়ার্ড, মোঃ কবির পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দল নেতা ১১নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড, তৌসিফ আহমেদ চৌধুরী – সদস্য সচিব আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দল, ইব্রাহিম খলিল সুমন সদস্য আকবরশাহ্ থানা স্বেচ্ছাসেবক দল, মোঃ রুবেল ০৯ নং উত্তর পাহাড়তলী স্বেচ্ছাসেবক দল নেতা, মোহাম্মদ রাজু ০৯নং উত্তর পাহাড়তলী স্বেচ্ছাসেবক দল নেতা, আবির শাহাদাত ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ ফাহিম ০৯নং উত্তর পাহাড়তলী স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ জাহিদুল ইসলাম সোহাগ ০৯ নং উত্তর পাহাড়তলী স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ দিদার ০৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, মোঃ হানিফ আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দল নেতা, আমজাদ হোসেন আরজু ২৮ নং পাঠানটুলি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, ফয়সাল উদ্দিন সাকিব ২নং জালালাবাদ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা, আল আমিন যুগ্ম আহবায়ক সদরঘাট থানা, মোবারক হোসেন শাহরিয়াত ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা ও মোঃ রুমন যুগ্ম আহবায়ক হালিশহর থানা।
ক্স জাতীয়তাবাদী কৃষকদল ঃ হবিগঞ্জ জেলাধীন বানিয়াচং উপজেলা কৃষকদলের সদস্য সচিব মুক্তাদির হাসান সেবুল, মাগুরা জেলাধীন শালিখা উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ রাজ্জাক দফাদার, চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন আনোয়ারা উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক, মোঃ নুরুল ইসলাম, নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জ উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ইমাম হাসান, নোয়াখালী সদর পৌর কৃষকদলের যুগ্ম আহবায়ক, মোঃ সালাউদ্দিন, লক্ষীপুর জেলাধীন চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের কৃষি বিষয়ক,অহিদ আলী, যশোর জেলা কৃষকদলের সদস্য মোঃ টিপু, রুপগঞ্জ থানা তারাবো পৌর কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফরহাদ, নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন কৃষকদলের সভাপতি, মোঃ আবু শামা, ফতুল্লা সদর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি মোঃ আয়নাল হক, রূপগঞ্জ থানার গোলাকান্দাইল ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সুলাইমান হোসেন ও শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়ন কৃষকদলের সদস্য মোঃ ইমরান হোসেনসহ বেশকয়েকজন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে।
ক্স জাতীয়তাবাদী ছাত্রদল ঃ চাঁদপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি, সদর উপজেলা ছাত্রদল নেতা আল-শাহরিয়ার, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি শোয়েব হাওলাদার, নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামীম হোসেন, দুলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দীক অপু, ছাত্রদল কর্মী রিসালাত-ই-সাজিদ ও কিশোরগঞ্জ জেলাধীন পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ স¤্রাটসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গতকাল ও আজ বিএনপির শান্তিপূর্ণ হরতালের মিছিল থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলা, হামলা ও আহত ঃ
ক্স ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাককে প্রধান আসামী করে মোট ১৪৬ জন বিএনপি নেতাকর্মীদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করে দোহার থানা পুলিশ।
ক্স পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৩৪ জনকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করে আওয়ামী শ্রমিকলীগ।
ক্স মুন্সিগঞ্জ জেলাধীন মিরকাদিম পৌরসভার ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাগরের বাসায় হঠাৎ করে ছাত্রলীগ সন্ত্রাসীরা ঢুকে সাগরকে ব্যপক মারধর করে গুরুতর আহত করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ক্স রাজশাহী জেলার সাহেব বাজারে আজ হরতালের শান্তিপূর্ন মিছিলে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ বেশকয়েকজন নেতাকর্মীকে গুরুতর আহত করে।
ক্স কেন্দ্রীয় যুবদলের (রাজশাহী বিভাগীয়) সহ-সভাপতি মাহফুজুর রহমান রিটনকে হরতালের শান্তিপূর্ন মিছিল থেকে পুলিশ ধরে নিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ক্স ব্রাহ্মবাড়িয়া জেলার নবীনগর উপজেলা যুবদলের সদস্য সচিব কাওছার মিয়ার বাড়িতে পুলিশ অতর্কিত হামলা চালিয়ে তাকে না পেয়ে বাড়িঘরের আসবাবপত্র ভাংচুর ও পরিবারের মহিলা ও শিশুদের সাথে দূর্ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী।
ক্স নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় আজ হরতালের শান্তিপূর্ন মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলা ও গুলিবর্ষণে আহত হয়- সেনবাগ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসাইন, কাদরা ইউনিয়ন ছাত্রদল নেতা রাশিদুল ইসলাম, সেনবাগ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দীন, বিএনপি নেতা আবু সুফিয়ান, ছাত্রদল নেতা বাদশা, ইমরান ও স্বেচ্ছাসেবক দল নেতা মোশারফ হোসেনসহ মোট ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ক্স ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস সচিব আমান উল্লাহ আমানকে একটি মিথ্যা মামলায় দুইদিন গুম রেখে প্রথমে ৭দিন, পরে ৫ দিন এবং আজ আবারও ১ দিনের রিমান্ড দিয়েছে পুলিশ।
এপর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী গত ২৪ ঘন্টায় সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের
মোট গ্রেফতার : ৫১০ জনের অধীক নেতাকর্মী।
মোট মামলা : ১৮ টি
মোট আসামী : ২০৮৫ জনের অধীক নেতাকর্মী (এজাহার নামীয়সহ অজ্ঞাত)
মোট আহত : ১০০ জনের অধীক নেতাকর্মী।
মৃত্যু : ০১ জন।
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মহাসমাবেশের ৪/৫ দিন পূর্ব থেকে অদ্যাবধি পর্যন্ত মোট
গ্রেফতার : ১৩৭২০ জনের অধীন নেতাকর্মী
মোট মামলা : ৩১৪ টির অধিক
মোট আহত : ৪২৩৩ জনের অধিক নেতাকর্মী
মৃত্যু : ১৫ জন (সাংবাদিক ১ জন)
গত ২৮ ও ২৯ জুলাই ২০২৩ তারিখ হতে অদ্যাবধি বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী ঃ-
মোট গ্রেফতার : ১৬৭০১ জন
মোট মামলা : ৭০৭ টির অধিক
মোট আসামী : ৫৯৬০৮ জন
মোট আহত : ৬৩২৪ জনের অধীক নেতাকর্মী
মোট মৃত্যু : ১৫ জন (সাংবাদিক ০১ জন)
মিথ্যা মামলায় সাজা : মোট ১৮টি মামলায়ঃ ৯ জনের মৃত্যুদন্ডাদেশ ও প্রায় ১৩৫ জনের
অধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।