গাজায় মানুষ হত্যার প্রতিবাদে হোয়াইট হাউসের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন কবি
আজ বুধবার হোয়াইট হাউসে দিওয়ালি উদযাপন উপলক্ষে পার্টি আয়োজন করছেন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: গাজায় বেসামরিক মানুষকে হত্যার প্রতিবাদ জানাতে হোয়াইট হাউসের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডার কবি রুপি কাউর। আজ বুধবার হোয়াইট হাউসে দিওয়ালি উদযাপন উপলক্ষে পার্টি আয়োজন করছেন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। তাতে আমন্ত্রণ পেয়েছেন রুপি কাউর। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, গাজায় বেসামরিক মানুষের বিরুদ্ধে সামষ্টিক যে শাস্তি দেয়া হচ্ছে, সেই শাস্তিকে যারা সমর্থন করে তাদের আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করেন। এ ইস্যুতে তিনি দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান। তবে রুপি কাউরের এমন সিদ্ধান্তে কমালা হ্যারিসের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
‘মিল্ক অ্যান্ড হানি’ বইয়ের জন্য সমালোচিত ভারতে জন্মগ্রহণকারী মিস কাউর। তিনি বলেন, দিওয়ালি উদযাপনকে গ্রহণযোগ্য বলে প্রশাসন মনে করায় তিনি বিস্মিত। কারণ, এটি হলো মিথ্যা ও অজ্ঞানতার বিরুদ্ধে ন্যায়পরায়ণতার উৎসব। তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যাকে ন্যায্যতা দেয়ার অভিযোগ করেন মার্কিন সরকারের বিরুদ্ধে।
উল্লেখ্য, ৭ই অক্টোবর হামাস ইসরাইলে রকেট হামলা চালানোর ফলে সেখানে কমপক্ষে ১৪০০ মানুষ নিহত হয়েছে। তাদের প্রায় ২৪০ জনকে জিম্মি করেছে যোদ্ধাগোষ্ঠী হামাস। পক্ষান্তরে নির্বিচারে গাজায়, পশ্চিমতীরে বোমা হামলা চালিয়ে কমপক্ষে ১০,৩২৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এর মধ্য কমপক্ষে ৪১৪১টি শিশু আছে। পাশাপাশি তারা প্রায় ২৩ লাখ মানুষের বসতি ছোট্ট গাজা উপত্যকার সব রকম সরবরাহ বন্ধ করে দিয়েছে। এমনকি পানি, খাদ্য, জ্বালানি, বিদ্যুতও বন্ধ করে দিয়েছে। বার বার কেটে দিচ্ছে ইন্টারনেট সংযোগ। জাতিসংঘ সমর্থিত মানবিক যুদ্ধবিরতি সমর্থনে অস্বীকৃতির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন মিস কাউর।
তিনি বলেন, একজন শিখ ধর্মাবলম্বী নারী হিসেবে প্রশাসনের এসব কর্মকাণ্ডকে হোয়াইটওয়াশ করতে আমাকে ব্যবহার করতে দেব না। উল্লেখ্য, প্রেসিডেন্ট বাইডেন এই যুদ্ধে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই আহ্বান জানাচ্ছে কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন। কিন্তু কারো কথায় কান দিচ্ছেন না ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।