গাজীপুরে পিসাইডিং অফিসারের মৃত্যু

তিনি জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর দারুল উলুম আলিম মাদ্রাসার সহসুপার।

গাজীপুরে পিসাইডিং অফিসারের মৃত্যু

প্রথম নিউজ, গাজীপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন সহকারী প্রিসাইডিং অফিসার মো. আব্দুল করিম (৫৩)। গাজীপুর-২ (মহানগরের একাংশ) নির্বাচনি এলাকার গাছা থানার উত্তর খাইলকৈর জামিয়া রশিদিয়া মাদ্রাসাকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারে দায়িত্বে ছিলেন মো. আব্দুল করিম। তিনি জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর দারুল উলুম আলিম মাদ্রাসার সহসুপার। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার পোটান গ্রামে (বেপারিবাড়ি)।  

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এবং নগরীর কোনাবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হেলাল মিয়া জানান, আব্দুল করিম রাত ১২টা পর্যন্ত সহকর্মীদের সঙ্গে কেন্দ্রে কাজ করেন। এর পর রাতে স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে ঘুমাতে যান। সকালে তিনি কেন্দ্রে এসে হোটেলে নাস্তা করতে গিয়ে স্ট্রোক করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।