গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
ধবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নছের মার্কেট এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে।আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, রাত ৮ টার দিকে নছের মার্কেটের পাশে থাকা আবু বক্করের ঝুট গোডাউনে আগুন লাগে। ওই আগুন মুহূর্তের মধ্যে লুৎফর, লিটনসহ মোট ৫ জনের গোডাউনে ছড়িয়ে যায়।প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, আমরা ৮টা ৫মিনিটে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। এখন জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। গাজীপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।খুব দ্রুত আমরা নির্বাপণ করতে পারব।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: