গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

সোমবার রাত ৯টার দিকে পূবাইল থানাধীন আক্কাছ মার্কেট এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের এ ঘটনা ঘটে।

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

প্রথম নিউজ,  গাজীপুর:  গাজীপুর মহানগরীর পূবাইলে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে পূবাইল থানাধীন আক্কাছ মার্কেট এলাকার একটি ঝুটের গোডাউনে আগুনের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। পরে কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনের তীব্রতা বাড়ার ফলে ফায়ার সার্ভিসে খবর পাঠায় স্থানীয়রা।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম বলেন, সোমবার রাতে পূবাইলে একটি ঝুটের গোডাউনে আগুনের সংবাদ পাই। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা যাবৎ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখনো ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।