খুলনায় পুকুরে মিললো যুবকের মরদেহ

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

খুলনায় পুকুরে মিললো যুবকের মরদেহ

প্রথম নিউজ, খুলনা: খুলনায় পুকুর থেকে রোহান (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়ার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে একই এলাকার হাসান খান সেন্টুর ছেলে।

দৌলতপুর থানা পুলিশের এসআই মো. বদিউর রহমান বলেন, গত ২৮ অক্টোবর রোহান নিখোঁজ হয়। আজ সকালে শিশুরা দৌলতপুরের মহেশ্বরপাশা উত্তর বনিকপাড়া এলাকার একটি পুকুরের পাশে খেলা করছিল। এ সময় তাদের খেলার বল পুকুরে পড়লে আনতে গিয়ে রোহানের মরদেহ ভাসতে দেখে। তারা স্থানীদের বিষয়টি জানায়। 

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে রোহানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। রোহান আগে স্থানীয় একটি জুটমিলে কাজ করতো বলে জানিয়েছেন তিনি।