খুলনায় গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে নারীর মৃত্যু, স্বামী আটক
প্রথম নিউজ, খুলনা: খুলনায় আগুনে পুড়ে মারা গেছেন সুজলা রানী বিশ্বাস নামে এক নারী। গতকাল সোমবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর ফারাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ওই নারীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামী শ্যামল বিশ্বাসকে আটক করেছে।
খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে সুজনা রানী বিশ্বাস গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে। আগুনে তার মৃত্যু হয়েছে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে সুজলা রানী বিশ্বাস নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।