খালেদা জিয়ার ভাবনা থেকেই ৯০ এর গণঅভ্যুত্থান শুরু: দুদু

রবিবার (২৬ মে) দুপুরে রাজধানীর হোটেল লেকশোরে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র জীবন ভিত্তিক গবেষণা গ্রন্থ বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’’ এর বাংলা সংস্করণ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার ভাবনা থেকেই ৯০ এর গণঅভ্যুত্থান শুরু: দুদু
প্রথম নিউজ, অনলাইন:  বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, '৯০ এর গণঅভ্যুত্থান শুরু হয়েছিল খালেদা জিয়ার ভাবনা থেকে, বিশ্বাস থেকে, নেতৃত্ব থেকে। খালেদা জিয়ার নেতৃত্বেই স্বৈরাচার এরশাদকে আমরা পরাজিত করেছিলাম। রবিবার (২৬ মে) দুপুরে রাজধানীর হোটেল লেকশোরে গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া'র জীবন ভিত্তিক গবেষণা গ্রন্থ বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’’ এর বাংলা সংস্করণ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, 'শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভাবনার অংশীদার ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার নিরব সমর্থন-সহযোগিতার কারনে তিনি (মেজর জিয়া) কাজ করতে পেরেছেন। তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া বলেছিলেন সামরিক স্বৈরাচারের অধীনে তিনি কোন নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এরশাদের অধিনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবো না। কিন্তু শেখ হাসিনা আজকের দখলদার প্রধানমন্ত্রী চট্টগ্রাম থেকে ফিরে এসে স্বৈরাচারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তখনই দুইজন নেত্রীর জন্ম হয় এই দেশে একজন আপোসকামী অন্যজন আপসহীন।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, 'এই সরকার গণতন্ত্র হরণ করেছে, এই সরকার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, এই সরকার সব কিছু লুটপাট করে নিয়েছে। তারমানে এরা ৭১ থেকে দূরে সরে গেছে, এরা স্বাধীনতার সঙ্গে নাই, এরা গণতন্ত্রের সঙ্গে নাই।
খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গ টেনে দুদু আরও বলেন, 'এই মানুষটা যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন সেই মানুষটি যখন অসুস্থ হয়ে অসহায়ের মত থাকেন এটা ভাবতেই অনেক কষ্ট লাগে। আমাদের নেত্রীকে আমরা যদি যথাযথভাবে সম্মান করতে না পারি তাহলে আমরা স্বাধীনতার প্রতি, গণতন্ত্রের প্রতি, একাত্তরের প্রতি যথাযথভাবে সম্মান জানাতে ব্যর্থ হবো।
লেখকের ভাই রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুবউল্লাহ’র সভাপতিত্বে ও কবি আবদুল হাই’র পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে রাষ্ট্র বিজ্ঞানী দিলারা চৌধুরী, ড. আসিফ নজরুল, ড. সিদ্দিকুর রহমান খান, দিনারজাদি প্রমুখ। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ডা. এজেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, হাবিবুর রহমান হাবিব, আফরোজা খান রিতা, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জহির উদ্দিন স্বপন, শামা ওবায়েদ, তাইফুল ইসলাম টিপু, জাতীয় পার্টি (জাফর) মোস্তফা জামাল হায়দার, গণঅধিকার পরিষদের নুরুল হক নুরসহ বিএনপি, জামায়াতে ইসলামী, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোটসহ যুগপৎ আন্দোলনের সাথে যুক্ত বিভিন্ন পর্যায়ের নেতারা।