খালেদা জিয়ার চিকিৎসায় ওষুধে পরিবর্তন আনা হয়েছে

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন এ তথ্য জানান।

খালেদা জিয়ার চিকিৎসায় ওষুধে পরিবর্তন আনা হয়েছে

প্রথম নিউজ, ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। সেই অনুযায়ী মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছু ওষুধের পরিবর্তন আনা হয়েছে। 

চিকিৎসকদের সূত্রে জানা গেছে, বুধবার (৯ আগস্ট) রাতে হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়ার স্বস্থ্যের কিছু পরীক্ষা করানো হয়। পরে পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে তার চিকিৎসায় কিছু ওষুধের পরিবর্তন আনা হয়।

আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন এ তথ্য জানান।

সূত্রে জানা গেছে, আজ বেগম খালেদা জিয়ার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। তারপর সন্ধ্যায় দিকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসবেন। সেখানে পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 
 
মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের পরীক্ষা-নিরীক্ষা চলছে। কয়েকদিন না গেলে তো উনার শারীরিক অবস্থা নিয়ে কিছু বলা যাচ্ছে না। তিনি বলেন, ‘ম্যাডামের চিকিৎসায় কিছু ওষুধের পরিবর্তন আনা হয়েছে। এখন মেডিকেল বোর্ড বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার  বলেন, ‘ম্যাডাম তো হাসপাতালে আছেন। উনার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা বলতে পারবেন। এখানে তো টেকনিক্যাল কিছু বিষয় আছে। যেগুলো আমরা বুঝতে পারি না।’