খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় বিএনপির উদ্বেগ প্রকাশ

গত ১৪ আগষ্ট সোমবার, রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।  

খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় বিএনপির  উদ্বেগ প্রকাশ

প্রথম নিউজ, ঢাকা:  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। গত ১৪ আগষ্ট সোমবার, রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।  সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ^র চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। 

সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
১। সভায়, গত ৭ আগষ্ট অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ সম্পর্কে মহাসচিব বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে সভাকে অবহিত করেন।
২। সভায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। দেশনেত্রীর রোগ মুক্তির জন্য আগামী ১৬ আগষ্ট বুধবার, সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
দেশনেত্রীর অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আগামী ১৭ আগষ্ট বৃহস্পতিবার, সারা দেশে লিফলেট বিতরণ ও ১৯ আগষ্ট শনিবার, সকল মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রার সিদ্ধান্ত গৃহীত হয়।
৩। সভায়, অবৈধ লুটেরা, ফ্যাসীবাদী সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে আগামী ১৮ আগষ্ট শুক্রবার যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগর সহ সকল মহানগরে গণমিছিল অনুষ্ঠানের কর্মসূচী গৃহীত হয়।
৪। সভায়, আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে মহাসচিব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
৫। সভায়, পুলিশি নির্যাতনের ফলে অসুস্থ অবস্থায় কারাগারে প্রেরিত ঢাকা দক্ষিণ বিএনপি’র ৫৩নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ইদ্রিস মোল্লার মৃত্যুতে গভীর নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করার জন্য সিনিয়র আইনজীবি বিএনপি’র ভাইস চেয়ারম্যান এ্যাড. নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আসাদুজ্জামান এবং বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে পেশ করবেন।