কুষ্টিয়ায় ট্রলিচাপায় স্কুলছাত্র নিহত
নাঈম শেখ কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের লাহিনী কর্মকার পাড়ার সোবহান হোসেনের ছেলে। সে লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
প্রথম নিউজ, কুষ্টিয়া: কুষ্টিয়ায় ট্রলিচাপায় নাঈম শেখ (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে শহরতলীর লাহিনী মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাঈম শেখ কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের লাহিনী কর্মকার পাড়ার সোবহান হোসেনের ছেলে। সে লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাইসাইকেল চালিয়ে নাঈম শেখ বাড়ির দিকে যাচ্ছিল। পথে লাহিনী মধ্যপাড়া এলাকায় একটি বালুবোঝাই ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রলিচালককে আটক করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews