কৃষক লীগ নেতাকে পেটালেন যুবলীগ নেতা
ঢাকার ধামরাইয়ে সানোড়া ইউনিয়ন কৃষক লীগ সভাপতির ওপর হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে গাঙ্গুটিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতির বিরুদ্ধে
প্রথম নিউজ, ঢাকা : ঢাকার ধামরাইয়ে সানোড়া ইউনিয়ন কৃষক লীগ সভাপতির ওপর হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে গাঙ্গুটিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতির বিরুদ্ধে। পূর্ব শত্রুতার জের ধরে এ সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শুক্রবার রাতে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া জালসা এলাকায় এ ঘটনা ঘটে। ওই কৃষক লীগ সভাপতি মো. ফজলুর রহমানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ধামরাই সরকারি আবাসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ওই যুবলীগ সভাপতি ও সহযোগীদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত পুলিশ ওই যুবলীগ সভাপতিসহ সহযোগীদের গ্রেফতার করতে পারেনি।
ভুক্তভোগীর দাবি, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড শেষে শুক্রবার রাত ৮টার দিকে নিজ বাড়ি ফেরার সময় গাঙ্গুটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সোলাইমান হোসেন সরকার ৭-৮ জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে ফজলুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার একপর্যায়ে অমানসিক নির্যাতনে তার প্রাণনাশের চেষ্টা করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এর পর তাকে ধামরাই উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে কৃষক লীগ সভাপতি মো. ফজলুর রহমানের ছোটভাই মো. হামিদুর রহমান হামিদ বলেন, আমার ভাই একজন সমাজসেবক ও প্রতিবাদী মানুষ। তাই পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে গাঙ্গুটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সোলাইমান হোসেন সরকার ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার ভাইয়ের ওপর হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা করেছে।
এ ব্যাপারে যুবলীগ সভাপতি মো. সোলাইমান হোসেন সরকার বলেন, সানোড়া ইউপি কৃষক লীগ সভাপতি ফজলুর রহমান ও আমি একই ঘরানার মানুষ হলেও তিনি পদে পদে আমার কাজে বাধা প্রদান করে আসছেন। এর পরও তাকে আমি কিছুই বলিনি, যা কিছু ঘটেছে, তা আমার লোকজনের সঙ্গে ঘটেছে। আমার সঙ্গে তার কিছুই হয়নি। আমার বিরুদ্ধে এসব মিথ্যাচার করা হচ্ছে।
এ ব্যাপারে ধামরাই থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: