করোনায় টানা তিনদিন মৃত্যুশূন্য দেশ

একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৫ জন।

করোনায় টানা তিনদিন মৃত্যুশূন্য দেশ
ফাইল ফটো

প্রথম নিউজ, ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জনেই রয়েছে।      একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শুক্রবার (২৫ মার্চ) দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। ওইদিন এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন ১০২ জন। তার আগে বৃহস্পতিবারও করোনায় কেউ মারা যাননি। ওইদিন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন ৯২ জন। তবে বুধবার দেশে করোনায় একজন মারা যান। একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হন ১৩৪ জন।

এদিকে, শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৩৪টি নমুনা সংগ্রহ ও ৭ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৭ লাখ ৭৯ হাজার ৯৮৩ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৯৮৩ জন। করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জনে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom