ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক (২১) নিহত হয়েছেন।

রোববার (১৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে আজ (সোমবার) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।


ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, গতকাল রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক মাথায় আঘাত পায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে কমলাপুর রেলস্টেশন মর্গে রাখি। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটির ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ওই যুবকের পরিচয় জানতে পারিনি। আমরা সিআইডির ক্রাইম সিনের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।