কুমারখালীতে হজরত মুহাম্মদ (সা) নিয়ে কটূক্তি প্রধান শিক্ষক গ্রেফতার

বুধবার ভোররাতে কয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ওই শিক্ষকের নাম মো. আবু সালেহ (৫০)। তিনি উপজেলার কয়া চাইল্ড হেভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক।

কুমারখালীতে হজরত মুহাম্মদ (সা) নিয়ে কটূক্তি প্রধান শিক্ষক গ্রেফতার
কুমারখালীতে হজরত মুহাম্মদ (সা) নিয়ে কটূক্তি প্রধান শিক্ষক গ্রেফতার

প্রথম নিউজ, কুষ্টিয়া: মহানবী হজরত মুহাম্মদ (সা) নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোররাতে কয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ওই শিক্ষকের নাম মো. আবু সালেহ (৫০)। তিনি উপজেলার কয়া চাইল্ড হেভেন গার্লস স্কুলের প্রধান শিক্ষক। তাঁর বাড়ি কয়া মালিথাপাড়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মো. আবু সালেহ দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বোরকা ও হিজাব পরতে নিষেধ করে আসছিলেন। এ খবর পেয়ে গত সোমবার এক মহিলা অভিভাবক ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে ব্যাপারটি জানতে চান। সে সময় প্রধান শিক্ষক মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকার মানুষ কয়া বাইতুল মামুন জামে মসজিদ প্রাঙ্গণে মিলিত হন। সেখানে তাঁরা প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। পরে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন এবং ছত্রভঙ্গ করে দেন। এরপর ওই দিন রাত ১২টার পর এনামুল হক নামের একজন ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে থানায় আবু সালেহের বিরুদ্ধে কুমারখালী থানায় মামলা করেন। এ মামলায় বুধবার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বাদী মো. এনামুল হক বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ের সমাবেশে শিক্ষার্থীদের বোরকা পড়তে নিষেধ করায় একজন অভিভাবক কারণ জানতে গিয়েছিলেন। সে সময় শিক্ষক মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তি ও বিতর্কিত মন্তব্য করেছেন। শাস্তির দাবিতে থানায় মামলা করেছেন তিনি। কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির ঘটনায় রাতে মামলা করা হয়েছে। ওই মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: