ওয়েস্টহ্যামকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো লিভারপুল
প্রথম নিউজ, স্পোর্টস ডেস্ক: উরুগুইয়ান স্ট্রাইকার ডারউইন নুনেজ করলেন দুর্দান্ত এক গোল। তার সঙ্গে গোল করলেন মোহাম্মদ সালাম এবং দিয়েগো জোতা। এই তিনজনের গোলের ওপর ভর করে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল।
৬ ম্যাচ শেষে লিভারপুলের অর্জন ১৬ পয়েন্ট। ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ম্যানচেস্টার সিটি। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে ওয়েস্টহ্যাম।
লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে দুর্দান্ত শুরু করেছিলো সফরকারী ওয়েস্টহ্যাম ইউনাইটেড। সপ্তম মিনিটেই টমাস সুসেকের দুর্দান্ত এক হেড থেকে লিভারপুলকে রক্ষা করেন গোলরক্ষক অ্যালিসন। দুই মিনিট পরই সুসেকের ক্রস থেকে ভেসে আসা বলে মিখাইল আন্তোনিও দারুণ এক হেড নেন। কিন্তু বলটি চলে যায় বাইরে।
প্রথম দিকে দুটি মিস করার ফলে যেন খেই হারিয়ে ফেলে ওয়েস্টহ্যাম এবং এলোমেলো খেলতে থাকে। যার ফলে ম্যাচের ১৬তম মিনিটেই পেনাল্টি পেয়ে যায় লিভারপুল। নায়েফ আগুয়ার্ড এই পেনাল্টি হজম করেন। মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ স্পট কিক নেন এবং বলটি জড়িয়ে যায় ওয়েস্টহ্যামের জালে।
৪২তম মিনিটে সমতায় ফিরে আসে ওয়েস্ট হ্যাম। ডিফেন্ডার ভিরগিল ফন ডাইককে ফাঁকি দিয়ে গোল করেন জ্যারড বোয়েন। দ্বিতীয়ার্ধে অবশ্য খেলা পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল লিভারপুলের। ৬০ মিনিটের সময় অসাধারণ দক্ষতায় গোল করেন নুনেজ। অসাধারণ এক ভলিতে তিনি বল জড়িয়ে দেন ওয়েস্টহ্যামের জালে।
এরপর ৮৫তম মিনিটে আবারও গোল। এবার লিভারপুলের জয় নিশ্চিত করেন পরিবর্তিত খেলোয়াড় দিয়েগো জোতা। মাঠে নামার চতুর্থ মিনিটের মাথায় গোল করেন তিনি।