ঋণ নেওয়া ব্যাংকেই হিসাব খোলার নির্দেশ
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।
প্রথম নিউজ, অনলাইন: ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়। আবার প্রকল্পের আয় থেকেই ঋণের অর্থ বা কিস্তি পরিশোধ করা হয়। কিছু কিছু ঋণগ্রহীতা বিভিন্ন ব্যাংক থেকে প্রকল্প ঋণ গ্রহণ করছেন। তবে প্রকল্প ঋণের আয় সংশ্লিষ্ট ব্যাংকে জমা করছেন না গ্রাহকরা। এর ফলে ঋণ প্রদানকারী ব্যাংকের ঋণ আদায়ে ঝুঁকি বাড়ছে। এজন্য ঋণ নেওয়া ব্যাংকেই প্রকল্প আয়ের হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক বিভিন্ন খাতে প্রকল্প স্থাপনের জন্য ঋণ প্রদান করে। এরপর প্রকল্প আয়ের মাধ্যমে প্রকল্প ঋণের কিস্তি পরিশোধ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে প্রকল্প আয় হিসাব খোলা হয়। তবে সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঋণগ্রহীতা যে ব্যাংক প্রকল্প ঋণ গ্রহণ করছেন সংশ্লিষ্ট প্রকল্প ঋণের আয় সে ব্যাংকে জমা করছেন না। এতে ঋণ প্রদানকারী ব্যাংকের ঋণ আদায়ে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ব্যাংকের মাধ্যমে যথাযথভাবে ঋণ মনিটরিং নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
এমন পরিস্থিতিতে প্রকল্প ঋণের ক্ষেত্রে প্রকল্পের আয় সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট প্রকল্প ঋণ প্রদানকারী ব্যাংকে প্রকল্পের নামে আয় হিসাব খুলতে হবে। পাশাপাশি সিন্ডিকেটেড ফাইন্যান্সিংয়ের আওতায় প্রদত্ত প্রকল্প ঋণের ক্ষেত্রে প্রকল্পের আয় সংগ্রহ করার জন্য লিড ব্যাংকে হিসাব খুলতে হবে।
এছাড়া ঋণ প্রদানকারী ব্যাংকের মাধ্যমে ঋণ আদায় নিশ্চিত করার লক্ষ্যে বর্ণিত হিসাবে প্রকল্পের আয় বা সেলস প্রসিড জমা গ্রহণ তদারকি করতে হবে। অপরদিকে প্রকল্পের আয় ঋণের বিপরীতে প্রদেয় কিস্তির তুলনায় বেশি হলে আয়ের অতিরিক্ত অংশ জমা গ্রহণের জন্য ঋণ প্রদানকারী ব্যাংকের অনাপত্তি গ্রহণ করে অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্পের নামে হিসাব খোলা যাবে। প্রকল্প ঋণ আদায় ঝুঁকিমুক্ত রাখতে এবং ঋণ হিসাবের যথাযথ মনিটরিং নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।