উত্থান-পতনের দুর্দান্ত লড়াইয়ে বায়ার্ন-রিয়ালের ড্র

উত্থান-পতনের দুর্দান্ত লড়াইয়ে বায়ার্ন-রিয়ালের ড্র

প্রথম নিউজ, খেলা ডেস্ক: শুরুতে বায়ার্ন আক্রমণে আধিপত্য দেখালেও গোলের দেখা পেলো রিয়াল। দ্বিতীয়ার্ধে ৪ মিনিটের মধ্যে সেটা শোধ করে লিডও নিলো বায়ার্ন। তবে তারাও লিড ধরে রাখতে পারলো না। ভিনিসিয়ুস জুনিয়ের জোড়া গোলে বায়ার্নের মাঠে হার এড়ালো রিয়াল মাদ্রিদ। আজ চ্যাম্পিয়নস লীগের প্রথম সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নের ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে রিয়াল। রিয়ালের হয়ে দুটি গোলই করেন ভিনিসিয়ুস। আর বায়ার্নের হয়ে একটি করে গোল করেন লেরয় সানে ও হ্যারি কেইন। পরের লেগ রিয়ালের মাঠে আগামী ৮ই মে। ফলে এই ড্রয়ে রিয়াল বাড়তি সুবিধাই পাবে।  

প্রথম ২০ মিনিট বায়ার্নের বৃষ্টির মতো আক্রমণ সামলাতেই ব্যস্ত সময় পার করে রিয়াল। দুই একবার বল পায়ে পেলেও ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারছিল না তারা। তবে স্রোতের বিপরীতে গোল তারাই পেয়ে যায়। ম্যচের ২৪তম মিনিটে বায়ার্নের চার ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে দুর্দান্ত এক থ্রো বল বাড়ান টনি ক্রুস। এরপর নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন ভিনিসিয়ুস। এ নিয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে টানা তিন চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালে গোল করার কীর্তি গড়লেন ভিনিসিয়ুস। এর আগে এই কীর্তি গড়েছিলেন জারি লিটমানেন, ক্রিস্টিয়ানো রোনালদো এবং কেভিন ডি ব্রুইনা।

প্রথমার্ধে আরও আক্রমণ করলেও সমতায় ফিরতে পারেনি বায়ার্ন। তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে দেরী হয়নি তাদের। বরং ৪ মিনিটের মধ্যে সমতায় ফেরার লিডও নেয় বাভারিয়ানরা। ম্যাচের ৫৩ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান লেরয় সানে।  ডান প্রান্তে বল পেয়ে দারুণ এক শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান এ জার্মান তারকা।

এই গোলের রেশ কাটার আগেই বক্সের ভেতর বায়ার্নের জামাল মুসিয়ালাকে লুকাস ভাসকেজ ফাউল করলে পেনাল্টিটি পায় বায়ার্ন। লুনিনকে উল্টো দিকে পাঠিয়ে বায়ার্নকে লিড এনে দেন কেইন। এ গোলে চ্যাম্পিয়নস লীগের এবারের আসরে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও হন কেইন। চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮টি করে গোল করেছেন কেইন ও কিলিয়ান এমবাপ্পে।

এরপর আরও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। তবে আক্রমণে দাপট দেখালেও ফিনিশিংয়ে খেই হারায় তারা। উল্টো ম্যাচের ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়ুস। এরপর আর কোনো দল গোলের দেখা পায়নি।