ইরাকের কারবালায় পাহাড়ধসে ৪ জনের মৃত্যু
ইরাকের কারবালায় শিয়াদের একটি মাজারের ওপর পাহাড়ের মাটিধসে চারজন নিহত হয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : ইরাকের কারবালায় শিয়াদের একটি মাজারের ওপর পাহাড়ের মাটিধসে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। এখনো আটকা পড়ে আছেন বেশ কয়েকজন। রোববার (২১ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবারের ওই ঘটনায় আহত হয়েছেন ছয়জন। এখনো ধ্বংস্তূপে কেউ থাকতে পারেন বলে উদ্ধারকাজ চালাচ্ছেন তদন্ত ও উদ্ধারকারী টিম।
কারবালা প্রান্তরের পশ্চিমাঞ্চলে অবস্থিত কাতারাত আল-ইমাম-আলি মাজার। শহর কারবালার কেন্দ্র থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত এটি। পাহাড় কেটে বানানো স্থাপনাটি ঘিরে আকস্মিকভাবে শুরু হয় মাটিধস।
প্রাথমিক তথ্য থেকে জানা গেছে যে আর্দ্রতার কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের সূত্রপাত। পাহাড়ের মাটিধসে মাজারের ছাদে পড়লে ধ্বংসস্তূপে পরিণত হয় এটি এবং হতাহতের এ ঘটনা ঘটে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews