‘ইউটিউব’কে আপত্তিকর বিজ্ঞাপন মুছে ফেলার অনুরোধ সৌদি আরবের

‘ইউটিউব’কে আপত্তিকর বিজ্ঞাপন মুছে ফেলার অনুরোধ সৌদি আরবের
‘ইউটিউব’কে আপত্তিকর বিজ্ঞাপন মুছে ফেলার অনুরোধ সৌদি আরবের

প্রথম নিউজ, ডেস্ক: জনপ্রিয় প্ল্যাটফর্ম  ইউটিউবে পোস্ট করা আপত্তিকর বিজ্ঞাপনগুলি সরানোর জন্য অনুরোধ করেছে  সৌদি আরবের অডিওভিজুয়াল মিডিয়ার জেনারেল কমিশন (GCAM ) এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি কমিশন (CITC)। Google- অনুমোদিত ইউটিউবকে উদ্ধৃত করে একটি যৌথ বিবৃতিতে, GCAM এবং CITC উল্লেখ করেছে যে "ইউটিউব" সৌদি আরবের ব্যবহারকারীদের জন্য সেই বিজ্ঞাপনই  কেবলমাত্র পোস্ট করতে পারবে যা দেশের প্রশাসন নির্দিষ্ট করে দিয়েছে।  ইসলামিক সমাজের মূল্যবোধ এবং নীতির সাথে পরিপন্থী বিষয়বস্তুর সম্প্রচার বন্ধের পাশাপাশি দেশের মিডিয়া বিষয়বস্তুকে ইউটিউব প্ল্যাটফর্ম নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে । GCAM এবং CITC উভয়ই "YouTube" প্ল্যাটফর্ম থেকে  (Google-এর  অনুমোদিত) আপত্তিকর বিজ্ঞাপনগুলি সরাতে এবং প্রবিধানগুলি মেনে চলার জন্য অনুরোধ করেছে; এবং এটি চলমান ফলোআপের অধীনে রাখা হবে বলে জানিয়ে দিয়েছে। আপত্তিকর বিষয়বস্তুর সম্প্রচার অব্যাহত থাকলে, টেলিযোগাযোগ আইন এবং অডিওভিজুয়াল মিডিয়া আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে সৌদি আরব। সূত্র: আরব নিউজ

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom