ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিচ্ছেন ঋষি সুনাক

রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রাখতে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক

 ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিচ্ছেন ঋষি সুনাক
 ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিচ্ছেন ঋষি সুনাক-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রাখতে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ৩০৪ মিলিয়ন ডলারের এই নতুন প্যাকেজ বরাদ্দ থাকবে ইউক্রেনের সামরিক সহায়তার জন্য।

সোমবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানানো হয়। এই সহায়তার প্যাকেজটিতে ‘শত হাজার রাউন্ড আর্টিলারি’ অন্তর্ভুক্ত রয়েছে এবং এর লক্ষ্য ২০২৩ সালে ইউক্রেনে আর্টিলারি গোলাবারুদের প্রবাহ অব্যাহত রাখা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আরও জানানো হয়েছে, সোমবার লাটভিয়ায় জয়েন্ট এক্সপিডিশন ফোর্সের (জেইএফ) শীর্ষ সম্মেলনের সময় সুনাক এ ঘোষণা দেবেন।

ওই বিবৃতিতে আরও বলা হয়, জেইএফ সম্মেলন ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্যের নেতাদের একত্রিত করেছে এবং ‘নর্ডিক ও বাল্টিক অঞ্চলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা করার জন্য ডাকা হয়েছে।

এই বৈঠকে সুনাক নর্ডিক, বাল্টিক ও ডাচ সমকক্ষদের ২০২৩ সালে ইউক্রেনের জন্য ২০২২-এর সমর্থন বজায় রাখার আহ্বানও জানাবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তায় ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাজ্য। এর আগে লঞ্চ রকেট সিস্টেম ও সম্প্রতি ১২৫টি অ্যান্টি-ক্র্যাফট অস্ত্র সরবরাহ করেছে দেশটি।

যুক্তরাজ্য আরও বলছে, ফেব্রুয়ারি থেকে ১ লাখ রাউন্ডেরও বেশি গোলাবারুদ সরবরাহ করেছে তারা। এসব গোলাবারুদ সরাসরি ইউক্রেনের অঞ্চল পুনরুদ্ধারের সফল অভিযানের সঙ্গে সম্পৃক্ত।

কিয়েল ইন্সটিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি নামে একটি জার্মানিভিত্তিক গ্রুপ বলছে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকে, যুক্তরাজ্য প্রায় ৭ দশমিক ৪৩ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ওই ইনস্টিটিউটের মতে, যুক্তরাষ্ট্রের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম দাতা দেশ যুক্তরাজ্য।

সুনাকের কার্যালয় থেকে আরও বলা হয়েছে, ব্রিটিশ এই নেতা গত সপ্তাহে সর্বশেষ সাহায্যের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অবহিত করেছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom