ইউক্রেনে যা ঘটছে, তা একটি ট্র্যাজেডি: পুতিন
প্রথম নিউজ,ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া দায়ী নয়। বরং রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই একটি দুঃখজনক অধ্যায়ের (ট্র্যাজেডি) মুখোমুখি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন এসব কথা বলেছেন। বর্ষ সমাপনীর এই বৈঠক টেলিভিশনে সম্প্রচারিত হয়। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইউক্রেনকে একটি ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ হিসেবে দেখে যাবেন। ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া নয়, তৃতীয় দেশের নীতির ফলে ইউক্রেন যুদ্ধ হচ্ছে। রুশ প্রেসিডেন্ট বলেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে সৃষ্টি হওয়া দেশগুলোর মগজ ধোলাই করছে পশ্চিমারা। আর তা শুরু হয়েছে ইউক্রেন দিয়ে।
পুতিন বলেন, ‘বছরের পর বছর আমরা ইউক্রেনের সঙ্গে ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক তৈরির চেষ্টা করেছি। তাদের ঋণ ও সাশ্রয়ী দামে জ্বালানি দিয়েছি। কিন্তু সেগুলো কোনো কাজে লাগেনি।’ রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘এখানে আমাদের অভিযুক্ত করার কিছু নেই। আমরা সব সময় ইউক্রেনীয়দের ভাই মনে করেছি এবং এখনো আমরা তা মনে করি। এখন যা ঘটছে, তা একটি ট্র্যাজেডি। কিন্তু এখানে আমাদের কোনো দোষ নেই।’ অবশ্য ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ লক্ষ্য পূরণে অবিচল থাকার কথা জানিয়েছেন পুতিন। বিবিসি
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews