ইউক্রেনে পৌঁছেছে লেপার্ড ট্যাংকের প্রথম চালান

শুক্রবার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর এএফপির।

ইউক্রেনে পৌঁছেছে লেপার্ড ট্যাংকের প্রথম চালান
ইউক্রেনে পৌঁছেছে লেপার্ড ট্যাংকের প্রথম চালান

প্রথম নিউজ, ডেস্ক : বহুল আলোচিত লেপার্ড-২ ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে। রাশিয়ার হামলার বর্ষপূর্তিতে কিয়েভকে এ ট্যাংক সরবরাহের কথা জানিয়েছেন পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক। শুক্রবার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর এএফপির। তিনি বলেন, পোলিশ লেপার্ড আজ ইউক্রেনে পৌঁছে গেছে। এর আগে ইউক্রেনে তিনটি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছিল ফিনল্যান্ড।

বৃহস্পতিবার দেশটি এ ঘোষণা দেয়। প্রতিরক্ষামন্ত্রী মিকো সাভোলা এক বিবৃতিতে বলেন, তারা ইউক্রেনে আরও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাবেন। অন্য অংশীদারদের সঙ্গে তারাও লেপার্ড ট্যাংক সহযোগিতায় অংশ নেবেন। তাদের সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে অন্যান্য বিষয়ও অন্তর্ভুক্ত থাকছে। এদিকে সুইডেনও শুক্রবার ১০টি লেপার্ড-২ ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন ও প্রতিরক্ষামন্ত্রী পল জনসন এ কথা জানান।

  Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: