আড়াইহাজারে চাচাতো ভাইয়ের মারধরে কামালের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাচাতো ভাইয়ের মারধরে কামাল হোসেন (৬০) এর মৃত্যু হয়েছে

আড়াইহাজারে চাচাতো ভাইয়ের মারধরে কামালের মৃত্যু
  খুলনায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

প্রথম নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাচাতো ভাইয়ের মারধরে কামাল হোসেন (৬০) এর মৃত্যু হয়েছে। রোববার (২ মার্চ) বিকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন ওই গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে। এ ঘটনায় সোমবার (৩ মার্চ) দুপুরে থানায় মামলা হয়েছে। জানা গেছে, নয়নাবাদ গ্রামের মোঃ কামাল হোসেন ও একই এলাকার বাসিন্দা তার চাচাতো ভাই মৃত আতাবুরের ছেলে সায়েম এর সাথে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিজমা সংক্রান্ত পূর্ব হতে বিরোধ ও দেওয়ানী মামলা চলছে। এই নিয়ে  কামালে মেয়ে তন্নি (৯) কর্তৃক দুষ্টামির বিষয়ে কাথা কাটাকাটি ও এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির ও পওে কামাল হোসেনকে মারধর করা হয়। আহত কামালকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঈরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল
হাসপাতালের প্রেরণ করা হয়। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ এমদাদুল হক তৈয়ব জানান, এই ঘটনায় সোমবার (৩ মার্চ) দুপুরে নিহতের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে চাচাত ভাই সায়েম ও তার স্ত্রী সাথী বেগমকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।  তিনি  আরো জানান, আসামী গ্রেফতারের চেস্টা চলছে।