আসাম-মেঘালয়ে ঝড়ে হাজারো বাড়ি বিধ্বস্ত, মৃত ৬
ভারতের মেঘালয়ে প্রবল ঝড়ে দুই হাজারের বেশি বাড়ি ভেঙে পড়েছে
প্রথম নিউজ, ডেস্ক : ভারতের মেঘালয়ে প্রবল ঝড়ে দুই হাজারের বেশি বাড়ি ভেঙে পড়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মেঘালয়ের পূর্ব খাসি হিল, রি-ভয়, দক্ষিণ গারো হিল ও উত্তর গারো হিল জেলায় ঝড় আঘাত হানে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় রি-ভয় জেলা। সেখানে ৭৭টি গ্রাম মিলিয়ে দুই হাজারের বেশি বাড়ি ভেঙে গেছে। ঝড়ে অনেক সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ের সময় বজ্রপাতে উত্তর গারো হিলের খারকুট্টা গ্রামে এক নারী মারা যান। এছাড়া অনেক গাছ উপড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশকিছু এলাকা।
আসামের বিভিন্ন স্থানেও বৃহস্পতিবার রাতে প্রবল ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। চিরাঙ জেলায় ভুটান সীমান্তে থাকা বেংতলের আন্ঠাইবাড়ি অর্কিড সংগ্রহালয় ঝড়ে তছনছ হয়ে গেছে। প্রায় ২০ বছর ধরে একক প্রচেষ্টায় অর্ডিকগুলি সংগ্রহ করে গ্রিন হাউস তৈরি করেছিলেন অর্কিড প্রেমী অঞ্চরাম নার্জারি। বছরের প্রথমেই সেই স্বপ্নের সংগ্রহশালা কার্যত ধ্বংস হয়ে যাওয়ায় তিনি ভেঙে পড়েছেন। এছাড়াও জনিয়া এলাকায় গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
এদিকে, নববর্ষের দিনে ঝড়ে শোকাচ্ছন্ন আসামের টিংখঙও। ঝড়-বৃষ্টি থেকে বাঁচতে খেরনি এলাকায় একটি বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছিলেন কয়েকজন নারী। ওইসময় ঝড়ে গাছ উপড়ে মারা যান চার নারী।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews